ড.মোঃ মাহবুবুর রহমান তালুকদার
কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার
কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরী, মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম।
কৃষিবিদ ড.মোঃ মাহবুবুর রহমান তালুকদার ১০ জানুয়ারী ২০২১খ্রিঃ তারিখে কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি, মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম-এর কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি অধ্যক্ষ, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, সিরাজগঞ্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
কৃষিবিদ ড.মোঃ মাহবুবুর রহমান তালুকদার বিসিএস (মৎস্য) ক্যাডারের একজন সদস্য। তিনি ১১ তম বিসিএস (মৎস্য) ক্যাডারে ১৯৯৩ সালে উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে মৎস্য অধিদপ্তরে যোগদান করেন। চাকরি জীবনে তিনি মৎস্য অধিদপ্তরের উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী পরিচালক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা, অধ্যক্ষ, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার হিসেবে সফলতা ও দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেন।
তিনি মহারাজা জগদিন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়, নাটোর থেকে ১৯৭৯ সালে এসএসসি, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ, নাটোর থেকে ১৯৮১ সালে এইচ এস সি এবং ১৯৮২-৮৩ সেশনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর মাৎস্য বিজ্ঞান অনুষদে ভর্তি হয়ে ১৯৮৬ সালে বিএসসি ফিশারিজ (সম্মান) ডিগ্রী অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি এন্ড লিমনোলজি বিভাগ থেকে এমএসসি ইন ফিশারিজ ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে একোয়াকালচারে পিএইচ ডি ডিগ্রী অর্জন করেন।
তিনি সরকারি দায়িত্ব পালন এবং পিএইচ ডি ডিগ্রীর অংশ হিসেবে থাইল্যান্ড এবং চীনে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, বিসিএস ফিশারিজ ক্যাডার এসোসিয়েশন, একাদশ বিসিএস ফোরাম, স্টেশন ক্লাব, বগুড়া- এর সদস্য এবং বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ফোরাম (বিএফআরএফ) এর আজীবন সদস্য।
কৃষিবিদ ড.মোঃ মাহবুবুর রহমান তালুকদার ১৯৬৪ সালে ৪ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নে জন্ম গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।