মোঃ আমিনুল হক
কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার
কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরী, মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম।
কৃষিবিদ মোঃ আমিনুল হক ২৩ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখে কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি, মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম-এর কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার হিসেবে যোগদান করার পূর্বে জেলা মৎস্য কর্মকর্তা, শরীয়তপুর হিসেবে দায়িত্ব পালন করেন।
কৃষিবিদ মোঃ আমিনুল হক বিসিএস (মৎস্য) ক্যাডারের একজন সদস্য। তিনি ২০তম বিসিএস (মৎস্য) ক্যাডারে ২০০১ সালে উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে মৎস্য অধিদপ্তরে যোগদান করেন। চাকরি জীবনে তিনি মৎস্য অধিদপ্তরের উপজেলা মৎস্য কর্মকর্তা, পরিদর্শক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা হিসেবে সফলতা ও দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেন।