ভিশন: পরীক্ষণের মাধ্যমে নিরাপদ ও মানসম্মত মৎস্য ও মৎস্যজাত পণ্য নিশ্চিতকরণ ও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন।
মিশন: মৎস্য ও চিংড়িসহ সকল প্রাণিজ খাদ্য পরীক্ষণ এবং মৎস্য খাদ্য ও প্রানিজ খাদ্য পরীক্ষণের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ও উহা যাচাই করণের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্বিকরন ও সুস্থ সবল জাতি গঠনে কাঙ্কিত উন্নয়ন সাধন।